রিশাদের অভিষেক, একাদশে শরিফুল

কর্তৃক porosh
০ কমেন্ট 44 ভিউস

স্পোর্টস ডেস্ক:

আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের শেষটিতে অভিষেক হলো লেগ স্পিনার রিশাদ হোসেনের। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের ম্যাচটিতে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান। আগের দুই ম্যাচ জিতে যাওয়ায় এটিতে পরীক্ষা-নিরীক্ষা হওয়ারই কথা ছিল।

অনেকটা অনুমিতভাবেই সুযোগ পেয়েছেন লেগ স্পিনার রিশাদ হোসেন। তিনি খেলছেন মেহেদী হাসান মিরাজের জায়গায়। এছাড়া আরেকটি বদলও এসেছে। পেসার মুস্তাফিজুর রহমানের জায়গায় খেলছেন শরিফুল ইসলাম।

সর্বশেষ বাংলাদেশ দলে স্বীকৃত লেগ স্পিনার হিসেবে খেলেছিলেন আমিনুল ইসলাম বিপ্লব। ২০২১ সালের নভেম্বরের পাকিস্তানের বিপক্ষে শেষবার মাঠে নেমেছিলেন তিনি। এবার সুযোগ মিললো রিশাদের। টি-টোয়েন্টিতে এখন অবধি ১৪ ম্যাচ খেলে ৬ উইকেট নিয়েছেন তিনি।

বাংলাদেশ একাদশ:
লিটন দাস, রনি তালুকদার, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, সাকিব আল হাসান, শামীম হোসেন পাটোয়ারি, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও হাসান মাহমুদ।



রিলেটেড পোস্ট

মতামত দিন

error: Content is protected !!