রোটারী ক্লাব সাতক্ষীরার ভিজিট ও এ্যাসেম্বেলি অনুষ্ঠিত

কর্তৃক Ahadur Rahman Jony
০ কমেন্ট 98 ভিউস

প্রেস বিজ্ঞপ্তি: রোটারী ক্লাব অব সাতক্ষীরার ডিজি অফিসিয়াল ক্লাব ভিজিট এবং ক্লাব এ্যাসেম্বেলি অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা ১২টায় চায়না বাংলা কনফারেন্স রুমে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, রোটারী ক্লাব সাতক্ষীরার সভাপতি রোটাঃ মীর মোশাররফ হোসেন মন্টু। প্রধান অতিথি ছিলেন, রোটারী ডিস্ট্রিক ৩২৮১ এর গভর্নর রোটাঃ পিপি এম খায়রুল আলম। এসময় আরো উপস্থিত ছিলেন, লেফঃ গভর্নর বদরুল আলম মার্কিন, এ্যাসঃ গভর্নর আহমেদ কবির, মাহমুদুল হক সাগর, আই পিপি হাসিবুর রহমান রনি, রোটাঃ পিপি হাবিবুর রহমান হাবিব, রোটাঃ পিপি প্রফেসর ভূধর সরকার, রোটাঃ পিপি সৈয়দ হাসান মাহমুদ, রোটাঃ পিপি মাগফুর রহমান, রোটাঃ পিপি আশরাফুল করিম ধনি, ক্লাব সেক্রেটারী রোটাঃ ফারহা দিবা খান সাথী, রোটাঃ মনিরুজ্জামান টিটু, রোটাঃ মিজানুর রহমান, রোটাঃ কোহিনুর ইসলাম, রোটাঃ আনিসুর রহমান, রোটাঃ আক্তারুজ্জামান কাজল, রোটাঃ ওলিউর রহমান, রোটাঃ মিজানুর রহমান, রোটাঃ শামীমা পারভীন রতœা, রোটাঃ শফিউর রহমান, রোটাঃ নাছিমা পারভীন, রোটাঃ নাসির উদ্দীন, রোটাঃ মশিউর রহমান, রোটাঃ কামরুজ্জামান রাসেল, রোটাঃ আব্দুল আনিস খান চৌধুরী, রোটার‌্যাক্ট ক্লাব সাতক্ষীরার সভাপতি রোঃ আব্দুল্লাহ আল মামুন, সম্পাদক রোঃ মাসুদ পারভেজ, রোঃ মাহবুবুল ইসলাম, রোঃ কাইয়ুম রহমান, রোঃ এজাজ আহমেদ, রোঃ আবুল হোসেন, রোঃ আতিক মুজাহিদ, রোঃ কামরুজ্জামান স¤্রাট, রোঃ আমিনুর রহমান আসিফ, রোঃ রুমি, রোঃ শামীম, রোঃ রাকিব প্রমুখ। এর আগে রোটার‌্যাক্ট ক্লাব অব সাতক্ষীরার পক্ষ থেকে ডিজি এম খায়রুল আলমের সাথে ফুলেল শুভেচ্ছা ও মতবিনিময় করা হয়।



রিলেটেড পোস্ট

মতামত দিন

error: Content is protected !!