রয়েল আবাসিক হোটেলে দেহ ব্যবসা, দুই নারী আটক

কর্তৃক Ahadur Rahman Jony
০ কমেন্ট 268 ভিউস

নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরা শহরের আবাসিক হোটেল রয়েল থেকে অসামাজিক কার্যকলাপে জড়িত থাকার অপরাধে দুই নারীকে আটক করেছে নির্বাহী ম্যাজিষ্ট্রেট। সোমবার দুপুরে অভিযান চালিয়ে এদের আটক করা হয়। পরে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে আটক দুই নারীকে এক মাসের কারাদ- দেওয়া হয়। দ-প্রাপ্তরা হলেন, নড়াইল জেলা সদরের চরকোটাকল গ্রামের আব্দুল লতিফের মেয়ে সুলতানা (২৪) ও জামালপুর জেলার ইসলাম উপজেলার দটিয়াবাগ গ্রামের সামী শেখের মেয়ে সাথী আক্তার (২৮)।সাতক্ষীরা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট স্বজল মোল্লা জানান, আটক দুই নারী পেশাদার দেহ ব্যবসায়ী। নিজেরাও স্বীকার করেছে তারা একাজে জড়িত। পরবর্তীতে আটক দুই নারীকে এক মাসের কারাদ- প্রদান করা হয়েছে।



রিলেটেড পোস্ট

মতামত দিন

error: Content is protected !!