শুটিং সেটে নোরার সাথে হাতাহাতি, কী এমন হয়েছিল?

কর্তৃক Abdullah Al Mahfuj
০ কমেন্ট 35 ভিউস

বিনোদন ডেস্ক:

ভারতের বাইরে থেকে এসে যারা বলিউডে কাজ করছেন, নোরা ফাতেহি তাদের মধ্যে অন্যতম। ‘দিলবার দিলবার’ গানেই মাতিয়েছেন গোটা বলিউড। কিন্তু নোরার শুরুটা হয়েছিল ‘রোর: দ্য টাইগ্রেস অব সুন্দরবন’ ছবির মাধ্যমে। কিন্তু প্রথম ছবিতেই শুটিং সেটে হাতাহাতি থেকে চুলোচুলিতে জড়ান নোরা। খবর আনন্দবাজারের।

গত বছরের ডিসেম্বরে মুক্তি পায় নোরার ‘অ্যান অ্যাকশন হিরো’ ছবিটি। সেই ছবির প্রচারণায় অভিনেত্রী তার প্রথম ছবির স্মৃতিচারণ করে বলেন, সহ-অভিনেতা তার সঙ্গে দুর্ব্যবহার করেন সেটে। সে কারণে রেগে চড় মারেন নোরা। সহ-অভিনেতাও তাকে পাল্টা চড় বসিয়ে দেন। তারপর নোরার চুল ধরে টানেন সেই অভিনেতা।

তবে সে সব এখন অতীত। একটা লম্বা সময় পেরিয়ে এসেছেন। এখন নিজের পায়ের তলার মাটি শক্ত করেছেন বলিউডে।



রিলেটেড পোস্ট

মতামত দিন

error: Content is protected !!