শুধু আইন দিয়ে শব্দ দূষণ নিয়ন্ত্রন করা সম্ভব নয়- প্রয়োজন সচেতনতা

কর্তৃক Abdur Rahman
০ কমেন্ট 50 ভিউস

নিজস্ব প্রতিবেদক: ‘সুরক্ষিত শ্রবণ, সুরক্ষিত জীবন’ প্রতিপাদ্যকে সামনে রেখে শব্দ দূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও অংশীদারিত্বমূলক প্রকল্পের আওতায় আন্তর্জাতিক শব্দসচেতনতা দিবস ২০২৩ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য রালি, মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৬ এপ্রিল) সকাল ১০টায় সাতক্ষীরা জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর সাতক্ষীরার যৌথ আয়োজনে সাতক্ষীরা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে ব্যানার ও প্ল্যাকার্ডসহকারে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এডিএম বিষ্ণুপদ পালর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা সিভিল সার্জন ডা. মো. সবিজুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার মো. আমিনুর রহমান প্রমুখ। আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন সাতক্ষীরা বাস মিনিবাস মালিক সমিতির সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ আবু আহমেদ, বাংলাদেশ প্রাইভেট হাসপাতাল ক্লিনিক ডায়াগনস্টিক ওনার্স অ্যাসোসিয়েশন সাতক্ষীরা জেলা শাখার সাধারণ সম্পাদক ও সাতক্ষীরা কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরী সাধারণ সম্পাদক মো. কামরুজ্জামান রাসেল, দৈনিক দক্ষিণের মশাল পত্রিকার সম্পাদক অধ্যক্ষ আশেক ই এলাহী, সাতক্ষীরা পৌরসভা ৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শেখ শফিক উদ- দৌলা-সাগর, কালেক্টর জামে মসজিদের খতিব মাও. আব্দুল্লাহ প্রমুখ। বক্তারা বলেন, শুধু আইন দিয়ে শব্দ দূষণ নিয়ন্ত্রন করা সম্ভব নয়- এর জন্য চাই সচেতনতা বৃদ্ধি এবং সামাজিক আন্দোলন। শব্দ দূষণের উৎসগুলো বন্ধ করার পাশাপাশি আমাদের সকলকে সচেতন হতে হবে। এ ব্যাপারে সকলকে নিজ নিজ জায়গা থেকে এগিয়ে এসে কাজ করতে হবে। শব্দ হচ্ছে একটি তরঙ্গ। শব্দ দূষণ যা প্রানীর নার্ভাস সিস্টেমকে ক্ষতিগ্রস্থ করে। শ্রবন শক্তি হ্রাস ও স্থায়ী ভাবে নষ্ট হয়, শিশুর মেধা বিকাশ ব্যহত হয়। তাই এ ব্যাপারে আমাদের সচেতন হতে হবে। বিশেষ করে যানবাহনের হর্ণের অযথা ব্যবহার, নির্মাণ কাজের যন্ত্রের শব্দ, শিল্প কারখানার শব্দসহ, হাসপাতাল, শিক্ষা প্রতিষ্ঠানের সামনে, মসজিদ-মন্দিরের, গির্জা ও প্যাগোডার সামনে অযথা হর্ণ বাজানো থেকে বিরত থাকতে সকলকে সচেতন করতে হবে। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন পরিবেশ অধিদপ্তর সাতক্ষীরার সহকারী পরিচালক সরদার শরীফুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা তথ্য অফিসার মো. জাহারুল ইসলাম, জেলা দুর্নীতি দমন প্রতিরোধ কমিটির সদস্য সাকিবুজ্জামান বাবলা, মসজিদের পেশ ইমাম হাফেজ ক্বারী শেখ ফিরোজ আহমেদ, পাওয়ার হাউজ জামে মসজিদের পেশ ইমাম হাফেজ জাহাঙ্গীর হোসেন প্রমুখ। বিকালে পরিবেশ অধিদপ্তর সাতক্ষীরা পক্ষ থেকে পরিবেশের সুরক্ষা ও শব্দ দূষণ রোধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এসময় সরকারি-বেসরকারি বিএনসিসির সদস্যসহ পরিবেশ সংশ্লিষ্ট বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন সাতক্ষীরা জেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক শেখ মুশফিকুর রহমান মিল্টন।



রিলেটেড পোস্ট

মতামত দিন

error: Content is protected !!