সিরাজুল ইসলাম, শ্যামনগর প্রতিনিধি: শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের আপতকালীন সময়ে নদী ভাঙন প্রকল্পের কাজ পরিদর্শন করলেন পাউবোর প্রতিনিধি দল। শনিবার (১৪ সেপ্টেম্বর) সকাল হতে বিকাল পর্যন্ত বিরতীহীনভাবে ৬৫ লাক্ষ ৫৩ হাজার টাকা ব্যয়ে ৪টি প্রকল্পের কাজের অগ্রগতি পরিদর্শ করেন এই দলটি। প্রাপ্ত তথ্যে জানা যায়, ২০১৯-২০ অর্থ বছরে শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের ৪টি স্থানে পাউবোর ভেড়ী-বাঁধে তাৎক্ষনিক নদী ভাঙন দেখা দিলে পাউবো কর্তৃপক্ষ জরুরী বরাদ্ধ দিয়ে জিআই ব্যাগে বালি ভরে ভাঙন রোধের পরিকল্পনা হাতে নিয়েছে। পকল্প গুলোর মধ্যে নাপিতখালী-২ লাখ ৭৩ হাজার টাকা। সেখানে জিআই ব্যাগ ব্যবহার করা হচ্ছে ৪৮৯৫টি। কালীবাড়ী বরাদ্ধের পরিমান ১৮ লক্ষ টাকা। সেখানে জিআই ব্যাগ ব্যবহার করা হচ্ছে ২৭৮১টি। লেবু বুনিয়া, বরাদ্ধের পরিমান- ২০ লাখ ৬৪ হাজার। সেখানে জিআই ব্যাগ ব্যবহার করা হচ্ছে ৩১৮৮টি। গাগড়ামারী – ৬লাখ ১৬ হাজার। সেখানে জিআই ব্যাগ ব্যবহার করা হচ্ছে ৬৭৮টি। পাউবোর উপ-সহকারী প্রকৌশলী রাশেদুল ইসলামের নেতৃত্বে উপস্থিত ছিলেন, মাননীয় জাতীয় সংসদ সদস্য, সাতক্ষীরা-০৪এর মনোনীত প্রতিনিধি, সাংবাদিক মোঃ সিরাজুল ইসলাম। জেলা প্রশাসক, সাতক্ষীরা মহোদয়ের প্রতিনিধি গগণ চন্দ্র মন্ডল, ইউনিয়ন ভূমি কর্মকর্তা, গাবুরা ও সংশ্লিষ্ট ইউনিয়নের পাউবোর দায়ীত্বপ্রাপ্ত কর্মকর্তা (এসও) সাজ্জাদুল হক। কাজের অগ্রগতিতে ও গুনগতমানে পাউবোর প্রতিনিধি দল সন্তোষ প্রকাশ করেন।
শ্যামনগরে নদী ভাঙন রোধ প্রকল্পের কাজ পরিদর্শনে পাউবো’র প্রতিনিধি দল


পূর্ববর্তী পোস্ট