শ্যামনগরে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত 

কর্তৃক Ahadur Rahman Jony
০ কমেন্ট 49 ভিউস

মোঃ আমজাদ হোসেন মিঠু,শ্যামনগরঃ শ্যামনগরে বঙ্গবন্ধু গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট অনুর্ধ-১৭’র (বালক)ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকাল ৪ টায় শ্যামনগর সরকারি পাইলট মাধ্যমিক হাই স্কুল মাঠে খেলাটি অনুষ্ঠিত হয়। খেলায় শ্যামনগর সদর ইউনিয়ন পরিষদ বনাম মুন্সিগঞ্জ ইউনিয়ন পরিষদ প্রতিদ্বন্দিতা করে।খেলাটিতে শ্যামনগর সদর ইউনিয়ন ২-০ গোলে জয়লাভ করে। ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ কামরুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান আতাউল হক দোলন। উক্ত খেলায় আরও উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার(ভূমি) মোঃ নাহিদ হাসান, শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলহাজ্ব নাজমুল হুদা, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান খালেদা আইয়ুব (ডলি) শ্যামনগর সদর ইউপি চেয়ারম্যান এ্যাডঃ জহিরুল হায়দার (বাবু), বুড়িগোয়ালিনী ইউপি চেয়ারম্যান ভবতোষ কুমার মন্ডল। শ্যামনগর ফুটবল একাডেমীর সাধারণ সম্পাদক রোকনুজ্জামান রোকন সহ উভয় ইউনিয়ন পরিষদের সদস্য ও ফুটবল প্রিয় দর্শনার্থী উপস্থিত ছিলেন।



রিলেটেড পোস্ট

মতামত দিন

error: Content is protected !!