শ্যামনগরে বাক প্রতিবন্ধি নারীকে মারধর

কর্তৃক Ahadur Rahman Jony
০ কমেন্ট 86 ভিউস

শ্যামনগর প্রতিনিধি: শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের হরিনগর গ্রামের মৃত, জব্বার গাজীর স্ত্রী বাঁকপ্রতিবন্ধি রাবিয়া খাতুন (৪৫) কে মারধর করা হয়েছে। গুরুতর আহত অবস্থায় তাকে তার ছোট ভাই আব্দুর রহিম শ্যামনগর থানায় নিয়ে গেলে কর্তব্যরত পুলিশ অফিসার তাকে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করার পরামর্শদেন। বাঁক প্রতিবন্ধী,স্বামী হারা, নিসন্তান রাবেয়া খাতুন বৃহস্পতিবার সকালে বন্ধককৃত জমিতে ধান রোপন করতে গেলে স্থানীয় গফুর গাজীর পুত্র হাফিজুর, আলম, মফিজ ও মোর শেখের পুত্র আইযুব আলী তাকে এবং তার ভাই আব্দুর রহিমকে মারপিট করে বলে জানায় রাবেয়া। এ বিষয়ে রাবেয়া খাতুন নিজে বাদী হয়ে শ্যামনগর থানায় একটি অভিযোগ দায়ের করেছে।



রিলেটেড পোস্ট

মতামত দিন

error: Content is protected !!