শ্যামনগরে বিদ্যুৎস্পৃষ্ট গৃহবধু নিহত

কর্তৃক Ahadur Rahman Jony
০ কমেন্ট 113 ভিউস

শ্যামনগর প্রতিনিধি: শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক গৃহবধূ নিহত হয়েছে। দুই সন্তানের জননী নিহত গৃহবধূর নাম মাজিদা বেগম। সে বুড়িগোয়ালিনী গ্রামের আব্দুল মজিদ সরদারের স্ত্রী। প্রতিদিনের মত শুক্রবার সকালে মাজিদা বেগম রাইস কুকারে রান্না করছিলেন।একপর্যায়ে তিনি বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন না করেই স্টিলের চামচ দিয়ে ভাত নেড়ে দিতে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হয়। অনেক সময় পার হলেও মজিদা রান্না ঘর থেকে বের না হলে প্রতিবেশী রওশন গাজীর স্ত্রী রান্না ঘরে ঢুকে রাইস কুকারের সঙ্গে স্টিলের চামচ হাতে তাকে দাঁড়িয়ে আছে এমনটা দেখতে পেয়ে পাশে বসবাসরত লোকজনকে জোরে ডাক দেয়। এ সময় রুসানের স্ত্রী সহ পাশের লোকজন দেখে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করতেই তিনি মাটিতে লুটিয়ে পড়েন। মুত্যকালে তার বয়স হয়েছিল (৫২) বছর।



রিলেটেড পোস্ট

মতামত দিন

error: Content is protected !!