শ্যামনগরে শিশু সন্তানকে হত্যার দ্বায়ে মা আটক, হত্যার দ্বায় স্বীকার

কর্তৃক porosh
০ কমেন্ট 123 ভিউস

জিয়াউর রহমান, শ্যামনগর থেকে:

সাতক্ষীরার শ্যামনগরে জুস খেয়ে রোহিত দত্ত (১০) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় নিহত শিশুর মা সুমিতা দত্তকে শ্যামনগর থানা পুলিশ আটক করেছে।

শুক্রবার (১৭ মার্চ) দুপুর ২টার দিকে শিশুটিকে মৃত ঘোষণা করেন শ্যামনগর হাসপাতালের জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক শাকিল হোসেন। নিহত রোহিত নকিপুর গ্রামের মৃত. গোপাল দত্তের ছেলে। সে নকিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র।

নিহতের কাকা উজ্জল দত্ত জানিয়েছেন, বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী পালনের জন্য সকালে স্কুলে গিয়েছিল রোহিত। সেখান থেকে বাড়িতে ফিরে রোহিত তার মাকে বলেছিল, রাস্তা থেকে কেউ তাকে জুস খাইয়েছে। এরপর থেকেই পেটে জ্বালাপোড়া করছে। তার ধীরে ধীরে তার অবস্থার অবনতি হয় ও এক পর্যায়ে সে অচেতন হয়ে পড়ে। এ সময় তার শরীরের রং বদলাতে শুরু করে। শ্যামনগর হাসপাতালে নিয়ে যাওয়ার পর সেখানে দায়িত্বরত চিকিৎসক রোহিতকে মৃত ঘোষণা করেন।

শ্যামনগর স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের চিকিৎসক শাকিল হোসেন জানান, হাসপাতালে পোঁছানোর আগেই শিশুটির মৃত্যু হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে যে বিষক্রিয়ায় তার মৃত্যু হয়েছে। ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

এ প্রসঙ্গে শ্যামনগর থানার ওসি মোহাম্মদ নুরুল ইসলাম বাদল বলেন, পুলিশের জিজ্ঞাসাবাদে মৃত শিশুটির মা সুমিতা দত্ত স্বীকার করেছে যে জুসের সঙ্গে বিষ খাইয়ে তিনি তার ছেলেকে হত্যা করেছে। আসামি সুস্মিতাকে সাতক্ষীরা জেলা হাজতে প্রেরণ করা হয়েছে।



রিলেটেড পোস্ট

মতামত দিন

error: Content is protected !!