শ্যামনগরে স্কুলের পুকুরে মাছ চুরি,থানায় অভিযোগ

কর্তৃক Ahadur Rahman Jony
০ কমেন্ট 99 ভিউস

রমজাননগর (শ্যামনগর) প্রতিনিধি: রমজাননগর ইউনিয়নের ভেটখালী পূর্বপাড়া ৯৩ নং নতুনঘেরী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পুকুরে মাছ চুরির ঘটনা ঘটেছে। চুরির দায়ে একজনকে সনাক্ত করা হয়েছে এবং এ ব্যাপরে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। জানাগেছে, গত ২০ আগষ্ট রাতে কে বা কারা উক্ত বিদ্যালয়ের পুকুরের মাছ চুরি করে। ২১ আগষ্ট ২০১৯ তারিখ সকাল ৬ টার সময়ে এলাকার লোকজন পুকুরের পাশে পড়ে থাকা পালা ও পানি ঘোলা এবং মাছে আইস দেখে স্কুলের সভাপতির সাথে বলে। সারাদিন ধরে এলাকাবাসী, স্কুলের শিক্ষক সহ কমিটির লোকজন চারিদিকে সন্ধান করতে থাকে। অনুসন্ধানে চুরির সাথে সম্পৃক্ত একজনকে সনাক্ত করা হয়েছে বলে স্কুল সূত্রে জানা গেছে। এই নিয়ে স্কুলের সভাপতি হরিপদ সরদার নিজ বাদী হয়ে শ্যামনগর থানার অফিসার ইনচার্জ বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করেছে। সুধী সমাজের দাবী উক্ত পুকুরের মাছ স্কুলের সম্পত্তি হওয়ায় চোরদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হোক।

রিলেটেড পোস্ট

মতামত দিন

error: Content is protected !!