শ্যামনগরে ২৩ বোতল ফেন্সিডিল সহ ২ জন পুলিশের হাতে আটক

কর্তৃক Ahadur Rahman Jony
০ কমেন্ট 128 ভিউস

সিরাজুল ইসলাম, শ্যামনগর থেকে: শ্যামনগরে ২৩ বোতল ফেন্সিডিল সহ ২ জন পুলিশের হাতে আটক হয়েছে ৷ জানা যায়, শনিবার রাত ২ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে শ্যামনগর থানার পুলিশ, এস আই শেখ নূর কামাল, এএসআই রফিক ও এএসআই মাজাহারুল গোডাউন মোড় সরদার আইচ মিললের পিছন থেকে ২৩ বোতল ফেন্সিডিল সহ শ্যামনগর উপজেলার নকিপুর ইউনিয়নের মৃত আলহাজ্ব খাজা নাজিমউদ্দীনের পুত্র শহিদুল্যাহ ও রমজাননগর ইউনিয়নের মৃত মান্নান শেখের পুত্র উজ্জলকে হাতে নাতে গ্রেফতার করেন। শ্যামনগর থানার পুলিশ এস আই শেখ নূর কামাল জানান, গোডাউন মোড় সরদার আইচ মিললের পিছনে শহিদুল্যাহ ও উজ্জল সহ কয়েকজন মাদকাসক্ত ব্যক্তিরা মাদক সেবন করছিল। আমরা পৌছনো মাত্রই শহিদুল্যাহ ও উজ্জলকে আটক করি সেই মূহুর্তে বাকি মাদকাসক্তরা পালিয়ে যায়। তবে আমরা জানতে পারি পালিয়ে যাওয়া ব্যক্তিদের কাছেও বহু গাঁজা ও ইয়াবা ছিল। তবে আমরা তাদেরকে ধরার চেষ্টা করছি। এ বিষয়ে শ্যামনগর থানায় একটি মাদক মামলা হয়েছে যার নং ১০৷আসামীদের সাতক্ষীরা জেল হাজতে প্রেরন করা হয়েছে। এলাকা লোকজন জানায়, উপজেলার সকল মাদকাশক্তদের লিডার হিসাবে উজ্জল পরিচিত ও তাদের পরিচালিত করত শহিদুল্যাহ। শহিদুল্যাহর বিরদ্ধে হত্যা সহ একাধিক মাদক মামলা রয়েছে। প্রায় সময়ে অর্থের বিনিময়ে আইনের ফাঁক দিয়ে এই সব মামলা থেকে জামিন পেয়ে পুনরায় মাদক ব্যবসায় লিপ্ত থাকে।



রিলেটেড পোস্ট

মতামত দিন

error: Content is protected !!