শ্যামনগরে ২৩ হাজার জেলের মাঝে চাল বিতরণ

কর্তৃক Ahadur Rahman Jony
০ কমেন্ট 111 ভিউস

সিরাজুল ইসলাম, শ্যামনগর প্রতিনিধি: সাতক্ষীরার শ্যামনগরে কার্ডধারী ২৩ হাজার জেলের মাঝে প্রত্যেককে ৪৬ কেজি করে চাল বিতরণ করা হয়েছে। গতকাল বুধবার সকাল ১১টায় উপজেলার বুড়িগোয়ালীনি ইউনিয়ন পরিষদ চত্ত্বরে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য এস এম জগলুল হায়দার এ চাল বিতরণের উদ্বোধন করেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার কামরুজ্জামান, উপজেলা সিনিয়র মৎস্য অফিসার ফারুক হোসাইন সাগর, শ্যামনগর প্রেসক্লাবের সভাপতি আলহাজ্জ আকবর কবীর, ইউপি চেয়ারম্যান ভবতোষ কুমার মন্ডল প্রমূখ। মৎস্য অফিসার জানান, দুই মাস মাছের প্রজনন মৌসুম হওয়ায় জেলেদের সাগরে মাছ ধরা বন্ধ ঘোষনা করে সরকার। এ কারনে কার্ডধারী প্রত্যেক জেলে পরিবারকে ভিজিএফ’র আওতায় ৪৬ কেজি করে চাল বিতরন করা হয়েছে। এ উপজেলার ১২ টি ইউনিয়নে ২৩ হাজার ১৭৮ জেলে এ চাল পাবে।



রিলেটেড পোস্ট

মতামত দিন

error: Content is protected !!