সকলে সচেতন হলে ডেঙ্গু প্রতিরোধ সম্ভব- দেবহাটায় জেলা প্রশাসক মোস্তফা কামাল

কর্তৃক Ahadur Rahman Jony
০ কমেন্ট 46 ভিউস

মোমিনুর রহমান: ডেঙ্গুতে উদ্বেগ, ভয় ও আতঙ্ক নয়,সকলে সচেতন হলে ডেঙ্গু প্রতিরোধ সম্ভব বলে মন্তব্য করেছেন সাতক্ষীরা জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল। শুক্রবার দেবহাটার পারুলিয়া ইউনিয়ন পরিষদে দরদি সমাজসেবা ফাউন্ডেশনের অভিষেক অনুষ্ঠান এবং ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা সৃষ্টি ও পরিচ্ছন্নতা ক্যাম্পেইনের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় এমন মন্তব্য করেন তিনি। জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল বক্তব্যে আরো বলেন, সমাজের সবাই সচেতন হওয়ার পাশাপাশি নিজ অফিস, কর্মস্থল, স্কুল-কলেজ, বসতবাড়ির আঙ্গিনা, ঝোপ-জঙ্গল পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে স্ব স্ব অবস্থান থেকে সকলকে উদ্যোগী হতে হবে। বাড়ির ছাদের বাগানের টব পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। ফুলের টব, প্লাষ্টিকের পাত্র, ভাঙা হাড়ি-পাতিল, ভাঙ্গা কলস, গাড়ির পরিত্যক্ত টায়ার, টিনের কৌটা, ড্রাম, নারিকেল বা ডাবের খোসা, ফাস্ট ফুডের কন্টেইনার, এয়ার কন্ডিশনার ও রেফ্রিজারেটরের তলায় যাতে করে অপ্রয়োজনীয় পানি জমে না থাকে সেদিকে খেয়াল রাখতে হবে। মশাদের সম্ভাব্য উৎপত্তিস্থল সমুহ বিনষ্ট করতে হবে। পাশাপাশি দিনে বা রাতে ঘুমানোর সময় অবশ্যই মশারী ব্যবহার করলে ডেঙ্গু প্রতিরোধ করা সম্ভব। তাছাড়া ডেঙ্গুতে আক্রান্ত নিয়ে উদ্বিঘœ, ভীত ও আতঙ্কিত না হয়ে ডেঙ্গু মোকাবেলায় সকলের সম্মিলিত প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে। ডেঙ্গুতে যেমন মানুষ আক্রন্ত হচ্ছে, ঠিক তেমনি আবার সঠিক চিকিৎসায় ডেঙ্গু আক্রান্তরা সুস্থ্যও হচ্ছেন বলেও উল্লেখ করে ডেঙ্গু প্রতিরোধে সমাজের সকলকে এগিয়ে আসার আহবান জানান জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল। আলোচনা সভাটিতে পারুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক সাইফুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজিয়া আফরীন, দেবহাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) বিপ্লব কুমার সাহা, জেলা তথ্য কর্মকর্তা মোজাম্মেল হক। এছাড়াও সরকারি খানবাহাদুর আহছান উল্লা কলেজের অধ্যক্ষ রিয়াজুল ইসলাম, হাজী কেয়ামউদ্দীন মেমোরিয়াল মহিলা কলেজের অধ্যক্ষ আবুল কালাম, দেবহাটা প্রেসকাবের সাধারন সম্পদক মাহমুদুল হাসান শাওন সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা সৃষ্টি ও পরিচ্ছন্নতা ক্যাম্পেইনের অংশ হিসেবে র‌্যালীতে অংশগ্রহন সহ পারুলিয়াতে লিফলেট বিতরন করেন জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল।

রিলেটেড পোস্ট

মতামত দিন

error: Content is protected !!