সদরে প্রতিবন্ধির ছেলেকে হত্যা চেষ্টা

কর্তৃক Ahadur Rahman Jony
০ কমেন্ট 53 ভিউস

পূর্বেও একাধীকবার হয়েছে এমন হামলা;
নাটক সাজিয়ে নিজেদের শরিরে নিজেরাই জখম করে মামলার চেষ্টা;

নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরা সদরে প্রতিবন্ধির ছেলেকে হত্যা চেষ্টার অভিযোগ পাওয়া গিয়েছে। ঘটনাটি বৃহষ্পতিবার দুপুর ২টায় আগরদাড়ী মোল্লা পাড়ায় ঘটে।
এজাহার সূত্রে জানা যায়, শরিক ফাঁকি দেওয়ায় পূর্বের জমি জমা সংক্রান্ত বিরোধ চলে আসছিলো সাতক্ষীরা সদরের আগরদাড়ি গ্রামের মোল্যা পাড়ার দারজিদ মোল্যা ও তার মানসিক প্রতিবন্ধি ভাই মহসিন মোল্যার ছেলে আরাফাত হোসেনের সাথে। এ নিয়ে বেশ কয়েকটি মামলা আদালতে বিচারাধীন আছে। এ ছাড়াও স্থানীয়রা সব সময় অসহায় প্রতিবন্ধি ভাইয়ের সমর্থন করায় প্রতিবন্ধির জমি আত্মসাৎ করার চেষ্টা ভন্ডুল হয়ে যায়। ফলে বেশ কয়েকদিন প্রতিবন্ধি মহসিনের ছেলে আরাফাতের ওপর হামলার চেষ্টা চালায় দারজিদ মোল্যা, তার ছেলে আল আমিন সহ অন্যান্যরা। কিন্তু এলাকাবাসির জন্য তা করতে পারেনি। এ নিয়ে সাতক্ষীরা সদর থানায় সাধারণ ডাইরি করা আছে। তবে বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে আরাফাত নিজের ঘাসের জমিতে পানি দিয়ে বাড়ি ফেরার পথে তার পথ রোধ করে পূর্বে থেকে ওৎ পেতে থাকা দারজিদ মোল্যার ছেলে আল আমিন, সাত্তার গাজীর ছেলে শাহাজাহান ও আলআমিনের মা রওশন আরা সহ আরও তিন থেকে চারজন সন্ত্রাসী। আল আমিন কোমরে গোঁজা হাতুড়ি নিয়ে আরাফাতের মাথায় আঘাত করতে গেলে শাহাজান আলী তাকে জাপটে ধরে মাটিতে ফেলে দেয়। এসময় শাহাজান আলী আরাফাতকে জাপটে ধরে। অন্যদিকে আল আমিন আরাফাতের বুকে কোমরে সহ শরীরের নানা জায়গায় হাতুড়ি দিয়ে পেটাতে থাকে। তাতে যোগ দেয় মাস্ক পরা আরও কয়েকজন। আরাফাতের চিৎকার শুনে তার মা (সুফিয়া বেগম) ও তার স্ত্রী (সুমাইয়া) তাকে বাঁচাতে বাড়ির বাইরে এলে শাহাজান আরাফাতের মা সুফিয়া বেগমের মাথায় দায়ের কোপ দেয়। আরাফাত ও তার মা সুফিয়া বেগম মাটিতে লুটিয়ে পড়লে আরাফাতের স্ত্রী সুমাইয়ার দিকে লোলুপ দৃষ্টিতে ঝাঁপিয়ে পড়ে আল আমিন ও শাহাজান। সুমাইয়া চিৎকার করলে স্থানীয়রা তাদের উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করে।
অন্যদিকে আরাফাত ও তার মা ও স্ত্রীকে হতাহত করে বাঁচার জন্য শাহাজানের পরিকল্পনায় নাটক মঞ্চস্থ করে আল আমিন। ঘটনার প্রায় তিন ঘন্টা পর বিকালে মাথায় ও হাতে আচড়ের দাগ নিয়ে আল আমিন ও তার মা রওশনআরা সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি হতে আসে। কিন্তু এসময় স্বাভাবিক ভাবেই হেঁটে তারা হাসপাতালে ভর্তি হতে আসে। গল্পের এক ফাঁকে তাদের ছবি তুলে নেওয়া হয়। রিপোর্ট লেখা পর্যন্ত আরাফাতকে হত্যা চেষ্টা ঘটনায় সাতক্ষীরা সদর থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছিলো।



রিলেটেড পোস্ট

মতামত দিন

error: Content is protected !!