সদর উপজেলার “ক” জোনে আন্তঃস্কুল ও মাদ্রাসার ফুটবল প্রতিযোগীতার উদ্বোধন

কর্তৃক Ahadur Rahman Jony
০ কমেন্ট 107 ভিউস

মুকুল হোসেন, ব্রহ্মরাজপুর প্রতিনিধি: সদর উপজেলার “ক” জোন ডি.বি. ইউনাইটেড হাইস্কুল মাঠে সোমবার (২ সেপ্টেম্বর) বিকেলে ৪৮তম আন্তঃস্কুল ও মাদ্রাসার গ্রীষ্মকালীন ফুটবল প্রতিযোগতার শুভ উদ্বোধন হয়। জোন আহবায়ক অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মমিনুর রহমানের উপস্থিতিতে উদ্বোধনী অনুষ্ঠানে উদ্বোধোক হিসাবে উপস্থিত ছিলেন, ব্রহ্মরাজপুর ইউ.পি চেয়ারম্যান ও অত্র প্রতিষ্ঠানের সভাপতি মুক্তিযোদ্ধা এস এম শহিদুল ইসলাম। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম, মনোরঞ্জন সরকার, বিপ্রদেব, হাবিবুর রহমান প্রমুখ। ইউ.পি চেয়ারম্যান বক্তব্যে বলেন, লেখাপড়ার পাশাপাশি খেলাধুলাও পারদর্শীতা অর্জন করতে হবে। তিনি আরও বলেন, ক্রিকেটার মোস্তাফিজ ও সৌম্য সরকারের মত সাতক্ষীরা হতে পারদর্শী ফুটবল খেলোয়ারও তৈরি হবে। দিনের প্রথম খেলায় মাছখোলা মাধ্যমিক বিদ্যালয়, ডি.বি. ইউনাইটেড হাইস্কুলকে ৩-০ গোলে পরাজিত করে। দিনের দ্বিতীয় খেলায় ফিংড়ী মজিদিয়া আলিম মাদ্রাসা মাঠে উপস্থিত না থাকায় গাভা মাধ্যমিক বিদ্যালয়কে বিজয়ী বলে ঘোষনা করা হয়। খেলায় মাঠ পরিচায়নার দায়িত্ব পালন করেন, কনেক মাঝি এবং সহকারি হিসাবে ছিলেন, সামসুল আরেফিন ও সুমন।



রিলেটেড পোস্ট

মতামত দিন

error: Content is protected !!