সাংবাদিকদের পদচারণায় মুখর সাতক্ষীরা প্রেসক্লাব, ফিরেছে প্রাণ চাঞ্চল্য

কর্তৃক Ahadur Rahman Jony
০ কমেন্ট 267 ভিউস

প্রেস বিজ্ঞপ্তি: দীর্ঘদিন পর প্রাণচাঞ্চল্য ফিরে পেল সাতক্ষীরা প্রেসক্লাব। ৮এপ্রিল শনিবার বেলা ১১টায় সাংবাদকিদের পদচারণায় মুখরিত হয়ে উঠে সাতক্ষীরা প্রেসক্লাব। এ সময় সাংবাদিকরা সাতক্ষীরা প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি হাবিবুর রহমান ও সাধারণ সম্পাদক মোহাম্মাদ আলী সুজনকে ফুলদিয়ে শুভেচ্ছা জানান।
এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা প্রেসক্লাবের নির্বাহী সদস্য সেলিম রেজা মুকুল, আব্দুল গফুর, শহিদুল ইসলাম, মাছুদুর জামান সুমন। এছাড়াও উপস্থিত ছিলেন দৈনিক মানবজমিনের জেলা প্রতিনিধি ইয়ারব হোসেন, সাংবাদিক আমিনুর রশিদ, দৈনিক ভোরের পাতা ডাঃ মহিদার রহমান, তপু হাসেমী, সাপ্তাহিক মুক্ত স্বাধীন সম্পাদক আবুল কালাম, দৈনিক সংযোগ প্রতিদিনের জেলা প্রতিনিধি অসীম বরণ চক্রবর্তী, দৈনিক শেয়ারবিজের সৈয়দ তপু হাশেমী, দৈনিক সংযোগ বাংলাদেশের জেলা প্রতিনিধি শেখ তহিদুর রহমান, দৈনিক সাতক্ষীরা সংবাদের সম্পাদক ও প্রকাশক শাহ আলম, দৈনিক সাতঘরিয়ার শেখ রফিকুল ইসলাম রানা, দৈনিক স্বাধীনমতের জেলা প্রতিনিধি আহাদুর রহমান, দৈনিক খুলনার ইমান আলী, সাতক্ষীরা সংবাদের স্টাফ রিপোর্টার জ্যোৎস্না আরা, সাতক্ষীরা সংবাদের স্টাফ রিপোর্টার মোঃ জিয়াউর বিন সেলিম যাদু, , প্রমুখ।
সাতক্ষীরা প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি হাবিবুর রহমান ও সাধারণ সম্পাদক মোহাম্মাদ আলী সুজন সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, সাতক্ষীরা প্রেসক্লাবকে গণতান্ত্রিক ধারায় ফিরিয়ে নিয়ে মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত হয়ে প্রেসক্লাবকে একটি শক্তিশালী অবস্থানে এগিয়ে নিতে হবে।



রিলেটেড পোস্ট

মতামত দিন

error: Content is protected !!