সাতক্ষীরায় কৃষি বিষয়ক সেমিনার ও ইফতার মাহফিল

কর্তৃক Abdullah Al Mahfuj
০ কমেন্ট 76 ভিউস

সংবাদদাতা: মাটি বাঁচান কৃষি বাঁচান দেশ বাঁচান এই স্লোগানকে সামনে রেখে কৃষি বিষয়ক সেমিনার ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ২০ রমজান ১২ এপ্রিল বুধবার আহছানিয়া মিশন আদর্শ আলিম মাদ্রাসা হল রুমে বিকাল ৫ টায় মিরাকেল গ্রোথ উচ্চ ফলনশীল অনুখাদ্য’র আয়োজনে সাতক্ষীরা আহছানিয়া মিশন আদর্শ আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আলতাফ হোসেন’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রকৌশলী শেখ তৌহিদুর রহমান ডাবলু। ইফতার অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সোনালী ব্যাংক কর্মকর্তা মোঃ মিজানুর রহমান, সাবেক ব্যাংক কর্মকর্তা কাজী আব্দুল মুহিত, লুমিনাস ওয়ার্ল্ড লিমিটেড এর প্রধান নির্বাহী কর্মকর্তা ইঞ্জিনিয়ার মোঃ আলাউদ্দিন, লুমিনাস ওয়ার্ল্ড লিমিটেড এর এক্সিকিউটিভ ডিরেক্টর আর এম রাসেল,বাগেরহাট বারুইপাড়া ফাজিল মাদরাসার আরবি প্রভাষক মোঃ মুতাসিম বিল্যাহ নাইম প্রমুখ। এসময় কৃষি বিষয়ক সেমিনার ও ইফতার মাহফিলে ৩০ জন কৃষক, ডিলার, কর্মকর্তা, শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। দোয়া মোনাজাত পরিচালনা করেন মাওলানা আব্দুল হামিদ আজাদী। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন সাতক্ষীরা আহছানিয়া মিশন আদর্শ আলিম মাদ্রাসার আরবি প্রভাষক মোঃ নাছির উদ্দিন।



রিলেটেড পোস্ট

মতামত দিন

error: Content is protected !!