সাতক্ষীরায় তিন দিনব্যাপী ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলার সমাপনী ও পুরস্কার বিতরণী

কর্তৃক porosh
০ কমেন্ট 38 ভিউস

নিজস্ব প্রতিবেদক:

সাতক্ষীরায় ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে তিন দিনব্যাপী ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে । বৃহস্পতিবার (২ মার্চ) সকাল সাড়ে ১০ টায় সাতক্ষীরা সদর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে সদর উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা তুজ-জোহরা’র সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিসিএপি’র প্রকল্প পরিচালক শেখ ফজলুল হক মনি, সহকারী কমিশনার( ভূমি)সুমনা আইরিন, সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান কোহিনুর ইসলাম। এসময উপস্থিত ছিলেন সদর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. মনির হোসেনসহ উপজেলা সকল অধিদপ্তরের দপ্তর প্রধান কর্মকর্তাবৃন্দ।

মেলায় সাতক্ষীরা সদর উপজেলা কৃষি অফিসের উদ্যোগে ১১টি স্টলে আধুনিক কৃষি প্রযুক্তি প্রদর্শন করা হয়। সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ৩ জন সফল কৃষককে পুরস্কার প্রদান করা হয়। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন কৃষি সম্প্রসারণ অফিসার প্লাবনী সরকার।

রিলেটেড পোস্ট

মতামত দিন

error: Content is protected !!