সাতক্ষীরার দুইটি পত্রিকা কালো টাকার প্রভাবে এমপি রবির বিরুদ্ধে মিথ্যাচার করায় সংবাদ সম্মেলন

কর্তৃক Ahadur Rahman Jony
০ কমেন্ট 41 ভিউস

নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরার দুইটি পত্রিকা সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি’র বিরুদ্ধে একের পর এক মিথ্যা সংবাদ পরিবেশন করে তার ভাবমূর্তি ক্ষুন্ন করে যাচ্ছে। পত্রিকা দুটি সিন্ডিকেট করে একযোগে একটি চক্রের এজেন্ডা বাস্তবায়নে কালো টাকার প্রভাবে প্রপাগন্ডা চালিয়ে যাচ্ছে। তারা সাতক্ষীরার উন্নয়ন বাধাগ্রস্ত করতে পরিকল্পিতভাবে উদ্দেশ্য প্রণোদিতভাবে এসব বানোয়াট মিথ্যা সংবাদ পরিবেশন করছেন বলে অভিযোগ করেন সাতক্ষীরা শহরের মুনজিতপুর এলাকার সেলিম আলমের ছেলে ও আওয়ামী লীগ নেতা জিয়াউর বিন সেলিম যাদু। মঙ্গলবার সন্ধ্যা ৭টায় শহরের গ্রান্ড সুলতান রেস্টুরেন্ট এন্ড পার্টি সেন্টারে আয়োজিত জনাকীর্ন সংবাদ সম্মেলনে তিনি এসব অভিযোগ করেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে যাদু বলেন, গত ২৯ সেপ্টেম্বর তিনি নিজে বাদী হয়ে বিজ্ঞ আমলী আদালত-১ এ  সাতক্ষীরা থেকে প্রকাশিত “দৈনিক পত্রদূত” ও “দৈনিক কালের চিত্র”-পত্রিকার ওয়েব সাইটে প্রকাশিত “ সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবিকে জড়িয়ে মিথ্যা ও উদ্দেশ্য প্রণোদিত সংবাদ প্রকাশ করে। এতে তিনি ক্ষুব্ধ হয়ে ২০১৮ সালের ডিজিটাল নিরাপত্তা আইনের ২৫,২৬,৩১ ও ৩৫ ধারায় পৃথক পৃথক দুইটি মামলা দায়ের করেন। উক্ত মামলায় আদালত তার (যাদুর) জবানবন্দী লিপিবদ্ধ করেন। আদালত মামলায় আরজী  ও দাখিলীয় ওয়েবসাইটে প্রকাশিত সংবাদের প্রিন্ট কপি পর্যালোচনা করে মামলাটি গ্রহণ করেন। মামলাদ্বয়ের আলামত জব্দ করে আদালতে সোপর্দ করার জন্য আইন শৃঙ্খলা বাহিনীকে নির্দেশ প্রদান করেন।
সেই আক্রোশে উক্ত পত্রিকা দুইটি একের পর এক সদর সংসদ সদস্যকে জড়িয়ে মিথ্যা খবর প্রকাশ ও প্রচার করে তার ভাবমূর্তি নষ্ঠ করছেন। সংবাদ সম্মেলনে জানানো হয় গত ৩ অক্টোবর ‘দৈনিক পত্রদূত পত্রিকায় ৯ জুয়াড়ীর গ্রেফতারের খবর প্রকাশ করায় দুই সম্পাদকসহ সাংবাদিকদের বিরুদ্ধে মামলা-বিভিন্ন সংগঠনের নিন্দা’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। সেখানে যাদের নাম ব্যবহার করা হয়েছে তাদের অনেকেই তাদের নাম কিভাবে প্রকাশ হল তা জানেনা বলে জানিয়েছেন। এরমধ্যে তালা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক প্রণব ঘোষ বাবলু, কালিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাজেদুর রহমান সাজু, পাটকেলঘাটা রিপোর্টাস ক্লাবের সভাপতি মফিদুল ইসলাম, ভোমরা রিপোর্টার্স ক্লাবের সভাপতি মাস্টার শফিকুল ইসলাম, দেবহাটা প্রেসক্লাবের একাংশের রেজাউল করিম ও আরাফাত হোসেন উল্লেখযোগ্য। তারা বলেন, তাদের নাম ব্যবহার করে দৈনিক পত্রদূত ও দৈনিক কালেরচিত্র পত্রিকা চরম মিথ্যাচার করেছেন।

তিনি তার সংবাদ সম্মেলনে আরও বলেন, কারা চোরাকারবারী, অস্ত্রবাজ ও অবৈধ উপায়ে অঢেল সম্পদের মালিক হয়েছে সেটা সাতক্ষীরার মানুষ সবাই জানে। তাদের সাথে কাদের উঠা-বসা, কারা ডোনেশন নেয় এবং অবৈধ সুবিধা নিয়ে বিপুল সম্পদের মালিক হয়েছে সেটা সবারই জানা। দূর্নীতিবাজ, অপরাধী ও অবৈধ কারবারীদের ঢাল হিসেবে কারা কাজ করে এই শহরে বিপুল বিত্ত-বৈভবের মালিক হয়েছে সেটাও এখন পরিষ্কার। সব মুখোশ খুলে সত্যের জয় হবেই হবে এমনটা সংবাদ সম্মেলনে প্রত্যাশা করেন জিয়াউর বিন সেলিম যাদু।

সম্মেলনে যাদু সাতক্ষীরাবাসির উদ্দেশ্যে বলেন, ‘দৈনিক পত্রদূত ও দৈনিক কালের চিত্র’ পত্রিকায় প্রকাশিত খবর ইতিমধ্যে গ্রহনযোগ্যতা হারিয়েছে। তারা সাতক্ষীরার অগ্রযাত্রাকে নস্যাৎ করতে সুপরিকল্পিতভাবে মিথ্যাচার করে সাতক্ষীরার অনেক মানুষের ভাবমূর্তি নিয়ে ছিনিমিনি খেলছে। তাদের বিরুদ্ধে সংঘবদ্ধ হয়ে আন্দোলন গড়ে তুলতে হবে। পত্রিকা দুটির বিরুদ্ধে আদালতে মামলা বিচারাধীন আছে। আদালত ও আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি সম্পূর্ণ আস্থা ন্যায় বিচারের জন্য তিনি সাতক্ষীরাবাসির সহযোগিতা কামনা করেছেন। অন্যায় আবদার ও অবৈধ সুযোগ সুবিধা না পাওয়ায় পত্রিকা দুইটির মালিক পক্ষ সদর এমপিকে জড়িয়ে সংবাদ প্রকাশ করে তার ইমেজ সংকটে ফেলার চেষ্টা চালিয়ে যাচ্ছে। সদর এমপি একজন দেশের সূর্য্য সন্তান উল্লেখ করে সংবাদ সম্মেলনে আরো জানানো হয়, একাত্তরের রনাঙ্গনের একজন বীর সৈনিককে পত্রিকা দুটি গ্রুপিং করে অসম্মান করার চেষ্টা অব্যাহত রেখেছে। তারা অশুভ শক্তির হাতকে শক্তিশালী করতে চক্রান্ত চালিয়ে যাচ্ছে। অন্যায় ও দূর্নীতির বিরুদ্ধে আপোষহীন নেতা সদর এমপি বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবির বিরুদ্ধে কোন ষড়যন্ত্রই তাকে রুখতে পারবে বলে না জানানো হয়।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন দৈনিক আজকের সাতক্ষীরা পত্রিকার সম্পাদক মো. মহসিন হোসেন বাবলু, সিনিয়র সহ-সম্পাদক শেখ তহিদুর রহমান ডাবলু, সাতক্ষীরা জেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি মকসুমুল হাকিম, পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কাজী আক্তার হোসেনসহ জেলার দলীয় নেতৃবৃন্দ ও প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।



রিলেটেড পোস্ট

মতামত দিন

error: Content is protected !!