সাতক্ষীরার সুলতানপুরে মোসলেমা জামে মসজিদের উদ্বোধন

কর্তৃক porosh
০ কমেন্ট 79 ভিউস

নিজস্ব প্রতিবেদক:

সাতক্ষীরার সুলতানপুরে হাজার হাজার মুসুল্লীদের পবিত্র জুমআ নামাজ আদায়ের মধ্য দিয়ে নব-নির্মিত মোসলেমা জামে মসজিদের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (১৭ মার্চ) প্রধান অতিথি হিসেবে নব-নির্মিত মোসলেমা জামে মসজিদের উদ্বোধন করেন সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।

এসময় বক্তব্য রাখেন সাতক্ষীরা পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র কাজী ফিরোজ হাসান। উল্লেখ্য যে, সাতক্ষীরা পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র কাজী ফিরোজ হাসানের পরিবারের সার্বিক সহযোগিতায় তাদের মায়ের নামানুসারে মোসলেমা জামে মসজিদটি নির্মাণ করা হয়েছে। মসজিদ উদ্বোধনী অনুষ্ঠানে জেলার বিভিন্ন রাজনীতিবিদ, জনপ্রতিনিধি, সাতক্ষীরা পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র কাজী ফিরোজ হাসানের পরিবারের সদস্য, আত্মীয়-স্বজন, হাফেজ, মাওলানাসহ ধর্মপ্রাণ মুসলমান ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ ও মুসুল্লীরা উপস্থিত ছিলেন।



রিলেটেড পোস্ট

মতামত দিন

error: Content is protected !!