সাতক্ষীরায় পুলিশের পুত্র নিখোঁজ

কর্তৃক Ahadur Rahman Jony
০ কমেন্ট 89 ভিউস

ফিরোজ হোসেন: সাতক্ষীরায় শুক্রবার রাতে এশার নামজ পড়তে গিয়ে এক পুলিশ কনস্টেবলের পুত্র নিখোঁজ হয়েছে। নিখোঁজ ছাত্রের নাম মোঃ মোহাইমিনুল ইসলাম মোমিন (১৪)। সে সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণীর ছাত্র।
নিখোঁজ মোমিনের বড় ভাই মোঃ আব্দুল আহাদ জানায়, গত ১৩ সেপ্টেম্বর শুক্রবার ৮টা ২৫ মিনিটে এশার নামাজ পড়তে সাতক্ষীরার মুনজিতপুরস্থ বাসা থেকে বের হয় তারপর আর ফিরে আসেনি। এ ঘটনায় তার পিতা মো. মোস্তাফিজুর রহমান সাতক্ষীরা সদর থানায় একটি জিডি করেছে। (জিডিনং-৮৯৯, তারিখ-১৪.০৯.১৯)।
মোমিনের গায়ের রং-ফর্সা, মুখমন্ডল-লম্বাকৃতি, উচ্চতা-৫ ফুট, শরীরের স্বাস্থ্য-মাঝারি, পরনে ছিল নীল রংয়ের জিন্সের প্যান্ট ও লাল হাফ হাতা গেঞ্জি। তার গ্রামের বাড়ি গোপালগঞ্জ উপজেলার রঘুনাথপুর। মোমিনের পিতা মোঃ মোস্তাফিজুর রহমান (কং/৭৪৯) সাতক্ষীরা সদর থানায় পুলিশ কনস্টেবল পদে কর্মরত।
এদিকে যদি কেউ তার কোন সন্ধান পান তাহলে অনুগ্রহপূর্বক ০১৭৩৯-৭৩৩৫৩৩ ও ০১৮৫৭-৯৫৯০৬৮ মোবাইল নাম্বারে যোগাযোগ করার জন্য পরিবারের পক্ষ অনুরোধ করা হয়েছে।



রিলেটেড পোস্ট

মতামত দিন

error: Content is protected !!