সাতক্ষীরায় পেয়ারা পাড়তে গিয়ে ৭ম শ্রেণীর স্কুল ছাত্রীর মৃত্যু

কর্তৃক Ahadur Rahman Jony
০ কমেন্ট 63 ভিউস

নিজস্ব প্রতিবেক: সাতক্ষীরার ভবানিপুরে গাছ থেকে পেয়ারা পাড়তে গিয়ে লগায় বাঁধা কাচিতে ৭ম শ্রেণীর স্কুল ছাত্রী তাজলিমা খাতুন গলা কেটে নিহত হয়েছেন।
রোববার দুপুরে সদর উপজেলার ভবানিপুর গ্রামে এঘটনাটি ঘটে। নিহত তাজলিমা খাতুন ওই গ্রামের ইসমাইল হোসেনের মেয়ে। সে ভবানিপুর মাধ্যমিক বিদ্যালয়ের ৭ম শ্রেণীর ছাত্রী ।
নিহতের স্বজনরা জানান, তাজলিমা খাতুন বাড়ির উঠানে লগায় কাচি বেধে গাছে পেয়ারা পাড়ছিল । এসময় হঠাৎ অসাবধার বশতঃ লগাটি তার হাত থেকে পড়ে যায়। এরপর লগায় বাধা ওই কাচিটি তাজলিমা খাতুনের গলায় এসে পড়লে তার গলা কেটে যায়। এতে ঘটনাস্থলেই সে মারা যায়।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাফিজুর রহমান জানান, তাজলিমা খাতুনকে কেউ মারে নাই । সে পেয়ারা পাড়তে গিয়ে দূর্ঘটনা বসত মারা গেছে ।



রিলেটেড পোস্ট

মতামত দিন

error: Content is protected !!