প্রধান প্রতিবেদক: সাতক্ষীরা সদর হাসপাতালের যন্ত্রপাতি ক্রয়ের নামে ৬ কোটি ৬১ লাখ ৩১ হাজার ৮২৭ টাকা লোপাটের ঘটনায় দুদকের মামলায় ঠিকাদারী প্রতিষ্ঠান মেসার্স বেঙ্গল সায়েন্টিফিক অ্যান্ড সার্জিকাল কোম্পানীর ব্যবস্থাপনা পরিচালক জাহেরউদ্দিন সরকারসহ খুলনা কারাগারে আটক চারজনের জামিন আবেদন না’মঞ্জুর করেছেন আদালত।
সোমবার খুলনা মহানগর সিনিয়র স্পেশাল আদালতে আসামীদের জামিন শুনানী শেষে বিচারক শহীদুল ইসলাম জামিন না’মঞ্জুর করেন। এর আগে গত ৯ সেপ্টেম্বর একই আদালতে তাদের জামিন আবেদন না’মজ্ঞুর করে বিচারক আসামীদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। একই দিনে ওই মামলার প্রধান আসামী সাতক্ষীরার সাবেক সিভিল সার্জন ডা. তৌহিদুর রহমানের জামিন আবেদন বাতিল করে তাকেও কারাগারে পাঠায় সাতক্ষীরার জেলা ও দায়রা জজ আদালত। বর্তমানে তিনি সাতক্ষীরার কারাগারে অন্তরীন রয়েছেন।
এ মামলায় ঠিকাদার জাহের উদ্দিন সরকার, তার বাবা হাজী আব্দুর সাত্তার সরকার, ভগ্নিপতি আসাদুর রহমান ও নিয়োগকৃত প্রতিনিধি কাজী আবু বকর সিদ্দিক খুলনার কারাগারে আটক রয়েছেন। সোমবার জামিন শুনানীর দিনে দ্বিতীয় বারের মত তাদের জামিন না’মজ্ঞুর করে খুলনা মহানগর সিনিয়র স্পেশাল আদালত।
দুর্নীতি দমন কমিশন (দুদক) খুলনার পিপি অ্যাডভোকেট খন্দকার মজিবর রহমান জানান, খুলনার কারাগারে আটক থাকা ঠিকাদার জহিরউদ্দীনসহ চারজনের জামিন না’মজ্ঞুর হয়েছে। একই সঙ্গে মামলার নথিপত্র সাতক্ষীরা জেলা জজ আদালতে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।
তিনি বলেন, আসামীরা পরস্পর যোগসাজসে চিকিৎসা যন্ত্রপাতি ক্রয় না করে ২০১৭-১৮ অর্থবছরে ১৬ কোটি ৬১ লাখ ৩১ হাজার ৮২৭ টাকা লোপাট করেছেন। এ ঘটনায় গত ৯ জুলাই দুর্নীতি প্রতিরোধ আইনের ৫ (২) ধারায় মামলা করে দুদক। মামলায় সাতক্ষীরার সাবেক সিভিল সার্জন ডা. তওহীদুর রহমান, ঠিকাদারী প্রতিষ্ঠান মেসার্স বেঙ্গল সায়েন্টিফিক অ্যান্ড সার্জিকাল কোম্পানীর ব্যবস্থাপনা পরিচালক জাহেরউদ্দিন সরকারসহ ৯ জনকে আসামী করা হয়েছে।
অপরদিকে, দুদকের সাতক্ষীরার পিপি অ্যাড. মোস্তফা আসাদুজ্জামান দিলু বলেন, আগামীকাল মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) সাতক্ষীরা জেলা ও দায়রা জজ আদালতে মামলার ধার্য দিন রয়েছে। কারা অন্তরীণ থাকা সাতক্ষীরা সাবেক সিভিল সার্জন ডা. তৌহিদুর রহমানের আইনজীবীরা মামলার সার্টিফায়েড কপি সংগ্রহ করেছেন। তার জামিন আবেদন করা হলে আমরা তার বিরোধিতা করবো।
সাতক্ষীরায় স্বাস্থ্য খাতের ১৬ কোটি টাকা লোপাট : ঠিকাদার জহিরউদ্দীনের জামিন না’মঞ্জুর


পূর্ববর্তী পোস্ট