সচ্চিদানন্দদেসদয়, আশাশুনি: আন্তঃ স্কুল ও মাদারাসা গ্রীষ্মকালীন ক্রীড়ার ফুটবল ইভেন্টে সাতক্ষীরা জেলার প্রতিনিধিত্বকারী জেলা চ্যাম্পিয়ন বুধহাটা বিবিএম কলেজিয়েট স্কুল দল খুলনা বিভাগীয় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। শনিবার (২১ সেপ্টেম্বর) বিকালে খুলনা জেলা স্কুল মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়।
আশাশুনি উপজেলা চ্যাম্পিয়ন ও সাতক্ষীরা জেলা চ্যাম্পিয়ন বুধহাটা বিবিএম কলেজিয়েট স্কুল দল খুলনায় ৩টি খেলায় অংশ নেয়। ১ম খেলায় মেহেরপুর জেলা দলকে এবং ২য় খেলায় চুয়াডাঙ্গা জেলা দলকে পরাজিত করে ফাইনালে উঠে। শনিবার ফাইনালে মাগুরা জেলা দলকে ১-০ গোলে পরাজিত করে সাতক্ষীরার প্রতিনিধিত্বকারী বুধহাটা স্কুল দল খুলনা বিভাগীয় চ্যাম্পিয়ন হয়েছে। আগামী সোমবার (সম্ভাব্য তারিখ) বুধহাটা স্কুল দল বরিশাল বিভাগীয় চ্যাম্পিয়ন দলের মুখোমুখি হবে। খেলায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক। বিশেষ অতিথি ছিলেন, হারুন অর রশিদ এমপি ও আশাশুনি উপজেলা চেয়ারম্যান এ বি এম মোস্তাকিম ও খুলনা জেলা স্কুলের প্রধান শিক্ষক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, ডিডিপিআই নিভারানী পাঠক।
সাতক্ষীরা জেলার প্রতিনিধিত্বকারী বুধহাটা স্কুল দল খুলনা বিভাগ চ্যাম্পিয়ন


পূর্ববর্তী পোস্ট