আহাদুর রহমান জনি: সাতক্ষীরা জেলা পরিষদে আকস্মিক হানা দিয়েছে দুদক। জেলা পরিষদের ৬টি খেয়াঘাট সংক্রান্ত দুর্নীতির অভিযোগের তদন্তে অভিযান পরিচালনা করা হয়।
মঙ্গলবার বেলা ১২টা থেকে শুরু হওয়া এই অভিযান বিকাল ৫ টা পর্যন্ত চলে। অভিযানের নেতৃত্ব দেন দুদকের খুলনা সাতক্ষীরা সমন্বিত জেলা কার্যালয়ের উপ-পরিচালক মোঃ আব্দুল ওয়াদুদ। ২০০৮ থেকে ২০১৮ পর্যন্ত সাতক্ষীরা জেলা পরিষদের ছয়টি খেয়াঘাট ইজারা সংক্রান্ত দুর্নীতির অভিযোগের তদন্ত পরিচালনা করা হয়। অভিযানে ২০০৮ থেকে ২০১৮ সাল পর্যন্ত ৬টি খেয়াঘাট ইজারা সংক্রান্ত সমস্ত ফাইল জব্দ করা হয়। এ সময় সংশ্লিষ্ট কর্মচারীদের স্টেটমেন্ট নেওয়া হয়।
অভিযান প্রসঙ্গে দুদকের খুলনা সাতক্ষীরা সমন্বিত জেলা কার্যালয়ের উপ-পরিচালক আব্দুল ওয়াদুদ জানান, সাতক্ষীরা জেলা পরিষদের ছয়টি খেয়াঘাট সংক্রান্ত পূর্বের একটি মামলার তদন্ত কার্যক্রম চলছে। এর থেকে বেশি কিছু বলা যাবে না।
সাতক্ষীরা জেলা পরিষদে দুদকের হানা


পূর্ববর্তী পোস্ট