সাতক্ষীরা পৌরসভার বাঁকাল সরদার পাড়ায় দু’টি ড্রেণ নির্মাণ কাজের উদ্বোধন

কর্তৃক Ahadur Rahman Jony
০ কমেন্ট 56 ভিউস

নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরা পৌরসভার ০৬ নং ওয়ার্ডের বঁকালে দু’টি ড্রেণ নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার সকালে বাঁকাল সরদার পাড়ায় প্রধান অতিথি হিসেবে এ ড্রেণ নির্মাণ কাজের উদ্বোধন করেন সাতক্ষীরা পৌর মেয়র তাজকিন আহমেদ চিশতি।
সাতক্ষীরা পৌরসভা ও ব্র্যাক ইউডিপি প্রকল্পের আওতায় ২ লক্ষ ৩ হাজার টাকা ব্যয়ে বাঁকাল সরদার পাড়া আহলে হাদিছ জামে মসজিদ হতে কালভাট পর্যন্ত ১৫৪ ফুট ড্রেণ ও কামরুজ্জামানের বাড়ির পাশর্^ হতে শহিদুলের বাড়ি পর্যন্ত ৬৫৬ ফুট ড্রেণ ৮ লক্ষ ৬৭ হাজার টাকা ব্যয়ে নির্মাণ করা হবে। ড্রেণ দুটি নির্মাণ হলে ঐ এলাকার মানুষ আর বৃষ্টি ও বন্যার কারণে আর পানিবন্দী হবেনা। পৌরসভার ০৬ নং ওয়ার্ডের বঁকালে দু’টি ড্রেণ নির্মাণ কাজের উদ্বোধনকালে উপস্থিত ছিলেন পৌরসভার ০৬ নং ওয়ার্ডের কাউন্সিলর মো. শহিদুল ইসলাম, মহিলা কাউন্সিলর অনিমা রাণী মন্ডল, পৌরসভার নির্বাহী প্রকৌশলী নাজমুল করিম, বস্তি উন্নয়ন কর্মকর্তা মো. জিয়াউর রহমান, এসও সাগর দেবনাথ, ব্র্যাক ফিল্ড কো-অডিনেটর সুধাংশু কুমার, পিও সবুজ কুমার দাস, মো. মোজাম্মেল হক, শরিফুল আজাদ, সিও সেলিনা বেগম, আব্দুল জলিল, খলিলুর রহমান, কামাল হোসেন, কামরুল ইসলাম, আজিজার রহমান, আব্দুল মজিদ, শহিদুল্লাহ, উজ্জলসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।



রিলেটেড পোস্ট

মতামত দিন

error: Content is protected !!