সাতক্ষীরা শহিদ আব্দুর রাজ্জাক পার্কে বৈশাখী মেলা উদ্বোধন

কর্তৃক Ayub hossaen Rana
০ কমেন্ট 75 ভিউস

আব্দুর রহমান: বাংলা নববর্ষ ১৪৩০ উদ্যাপন উপলক্ষে সাতক্ষীরায় বৈশাখী মেলার উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (২৮ এপ্রিল) সকালে শহীদ আব্দুর রাজ্জাক পার্কে সাতক্ষীরা জেলা প্রশাসনের আয়োজনে আনুষ্ঠানিকভাবে ফিতা কেটে ও বেলুন ফেস্টুন উড়িয়ে ১৫ দিন ব্যাপি এ মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির। বৈশাখী মেলা উদ্বোধনকালে জেলা প্রশাসক বলেন, ‘এবারের পহেলা বৈশাখ পবিত্র রমজান মাসে পড়ায় যথাসময়ে মেলার আয়োজন করা যায়নি। দেরীতে হলেও শহীদ আব্দুর রাজ্জাক পার্কে মেলার উদ্বোধন করা হলো। আশা করি, এ মেলা সাতক্ষীরাবাসির হৃদয় জয় করবে।’ মেলার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শেখ মঈনুল ইসলাম মঈন, সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা তুজ জোহরা, সহকারী কমিশনার বাপ্পী দত্ত রনি, শাহনেওয়াজ তানভীর, জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক শেখ মোসফিকুর রহমান মিল্টন, মেলা উদ্যাপন কমিটির চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মানিক শিকদার প্রমুখ। প্রসঙ্গত, এবারের বৈশাখী মেলায় ১শ’ স্টল তাদের নিজ নিজ পণ্য নিয়ে বসেছে। মেলা চলবে দু’সপ্তাহব্যাপী। স্টলগুলোতে মনোহরী সামগ্রী কেনার সুযোগসহ চিত্তবিনোদনের জন্য নানা ব্যবস্থা রয়েছে। মেলা চলবে আগামী ১৩ মে ২০২৩ পর্যন্ত।



রিলেটেড পোস্ট

মতামত দিন

error: Content is protected !!