সুন্দরবনে এক জেলে আটক

কর্তৃক Abdullah Al Mahfuj
০ কমেন্ট 39 ভিউস

শেখ আব্দুল হাকিম, শ্যামনগর থেকে: বনবিভাগ পশ্চিম সুন্দরবন বুড়িগোয়ালিনী বন স্টেশন অফিসের সদস্যরা বিশেষ অভিযান চালিয়ে প্রজনন মৌসুমে কাঁকড়া ধরার সময় এক জেলেকে আটক করেছে।
বুধবার (২৫ জানুয়ারী) সকাল ৭টার দিকে বুড়িগোয়ালিনী বনস্টেশন কর্মকর্তা (এসও) ন‚র আলমের নেতৃত্বে সদস্যরা সুন্দরবনের চামটারখাল খালে অভিযান চালিয়ে আকরাম হোসেন নামে ওই জেলেকে আটক করে। এসময় তার ব্যবহৃত ১টি নৌকা সহ ২০ কেজি কাঁকড়া জব্দ করে নদীতে অবমুক্ত করা হয়। সে গাবুরা ইউনিয়নের চকবারা গ্রামে আক্তার হোসেনের ছেলে।
সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) এ,কে,এম ইকবাল হোসেন চৌধুরী সত্যতা নিশ্চিত করে বলেন, আটক জেলেকে বন আইনে সাতক্ষীরা আদালতে প্রেরণ করা হয়েছে।

রিলেটেড পোস্ট

মতামত দিন

error: Content is protected !!