সুন্দরবনে নদীতে মাছ ও কাঁকড়া ধরার অনুমতি পেলো জেলেরা

কর্তৃক Ahadur Rahman Jony
০ কমেন্ট 90 ভিউস

সিরাজুল ইসলাম,শ্যামনগর প্রতিনিধি: পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জে নদীতে মাছ ও কাঁকড়া ধরার জন্য বন বিভাগের পক্ষ থেকে জেলেদের অনুমতি দেয়া হয়েছে। গত ৩০ জুলাই হতে জেলেরা সংশ্লিষ্ট বন অফিস হতে পাস নিয়ে শর্ত সাপেক্ষে কেবল মাত্র বড় নদীতে মাছ ও কাঁকড়া ধরতে পারবে। এ সময় জেলেরা ফাস জাল ও বড়শি দিয়ে নদীতে মাছ ধরতে পারবে। মাছ ও কাঁকড়া ধরার কাজে অন্য কোন সরঞ্জাম ব্যবহার করতে পারবে না জেলেরা। বুড়িগোয়ালিনী বন স্টেশন কর্মকর্তা আক্তারুজ্জামান জানান, অসহায় জেলেদের কথা বিবেচনা করে সুন্দরবনে নদীতে মাছ ও কাঁকড়া ধরার অনুমতি প্রদান করা হয়েছে। এসময় তদারকি করার জন্য সুন্দরনে টহল জোরদার করা হবে বলে তিনি জানান। উল্লেখ্য গত ১৫ জুলাই হতে সুন্দরবনে সকল নদী ও খালে জেলেদের মাছ ও কাঁকড়া ধরার উপরে নিষেধাজ্ঞা জারি করে বন বিভাগ। অবশেষে ১৩ দিন বন্ধ থাকার পর পুনরায় ওই আদেশ প্রত্যাহার করা হলো।

রিলেটেড পোস্ট

মতামত দিন

error: Content is protected !!