স্বপদে বহাল হলেন চেয়ারম্যান আসাদুল হক

কর্তৃক Ahadur Rahman Jony
০ কমেন্ট 630 ভিউস

আহাদুর রহমান জনি: স্বপদে বহাল হলেন কুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ আসাদুল হক। শনিবার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের স্বাক্ষরিত এক পত্রে এ তথ্য নিশ্চিত করা হয়।
বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এমপি স্বাক্ষরিত ১১ মার্চ তারিখের একটি পত্রে উল্লেখ করা হয়, ‘জাতীয় নির্বাচন ও স্থানীয় সরকার পর্যায়ের বিভিন্ন নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর বিরুদ্ধে প্রতিদ্ব›িদ্বতার অভিযোগে ইতোপূর্বে আপনাকে সংগঠন থেকে অব্যাহতি প্রদান করা হয়।
এমতাবস্থায়, গত ১৭ ডিসেম্বর ২০২২ তারিখ গণভবনে অনুষ্ঠিত বাংলাদেশ আওয়ামী লীগের জাতীয় কমিটির সভার সিদ্ধান্ত অনুযায়ী সংগঠনের গঠনতন্ত্রের ১৭(৬) এবং ৪৭(২) ধারা মোতাবেক বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের নিকট সাধারণ ক্ষমা প্রার্থনা করে আপনার প্রেরিত লিখিত আবেদন পর্যালোচনা এবং ভবিষ্যতে সংগঠনের স্বার্থ পরিপন্থী কর্মকান্ড ও শৃঙ্খলা ভঙ্গ না করার শর্তে আপনার প্রতি ক্ষমা প্রদর্শন করা হলো।’
জানতে চাইলে এ নিয়ে আসাদুল হক বলেন, ‘দল আমাকে মূল্যায়ন করেছে। দলের কাছে আমি কৃতজ্ঞ।’
উল্লেখ্য, ২০২১ সালের ২৮ নভেম্বর তারিখে অনুষ্ঠিত কুলিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে স্বতন্ত্র প্রাথী হিসেবে নির্বাচন করেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ আসাদুল হক।



রিলেটেড পোস্ট

মতামত দিন

error: Content is protected !!