স্বাধীনতা

কর্তৃক SK Ferdous
০ কমেন্ট 220 ভিউস

            স্বাধীনতা             

প্রান্ত কর্মকার জয়

বাংলার বাতাসে আজ স্বাধীনতার গন্ধ,

বাংলার মানুষের অন্তরে আজ স্বাধীনতার আনন্দ।

বাংলার জলে-ঘাসে, পাহাড়-পর্বতে,নদ-নদীতে

স্বাধীনতার স্পর্শ পাওয়া যায়,

যেখানে যায় সেখানে ভাই

বাংলার মাটিতে স্বাধীন বাংলার জয়ের ধ্বনি শুনিতে পায়।

বাংলার মাটিতে আজ স্বাধীনতার চেতনা,

বাংলার মানুষ কখনো ৭১ এর যুদ্ধ ভুলবে না।

বাংলা মানে ৭১ এর পাওয়া স্বাধীনতা,

৭১ মানে লাল রক্তে ইতিহাস গাথা।

বাংলা মানে স্বাধীন দেশ,

বাংলা মানে স্বাধীন দেশের মুক্তির গান,

সেই স্বাধীন দেশের স্বাধীনতার  জন্য

লাখো মুক্তিযোদ্ধা হাসতে হাসতে দিয়ে গেছে প্রাণ।

বাংলার স্বাধীনতা আজ বিশ্ব দরবারে লাল-সবুজের পতাকা উড়ে,

বাংলার সেই সাহসী শহীদ মুক্তি-সেনারা মিশে আছে স্বাধীন দেশের বুক পাজড়ে।



রিলেটেড পোস্ট

মতামত দিন

error: Content is protected !!