হলিউডে যাত্রা করছেন রাম চরণ!

কর্তৃক Abdullah Al Mahfuj
০ কমেন্ট 22 ভিউস

বিনোদন ডেস্ক:
নাটু নাটু অস্কার পাওয়ার পর বেশ খোশ মেজাজেই আছেন দক্ষিণী অভিনেতা রাম চারণ। নিজের অভিনয়ের যোগ্যেতার প্রমাণ তিনি ইতোমধ্যেই রেখেছেন। তবে নতুন খবর হলো, খুব তাড়াতাড়ি হলিউডের পথে পা বাড়াচ্ছেন তিনি। যদিও এখন পর্যন্ত বিস্তারিত কিছু বলতে রাজি হননি তিনি। খবর পিঙ্ক ভিলার।

জিজ্ঞেস করলে রাম বলেন, এখনও সব কিছু ঠিক হয়নি। আগে সব কিছু ঠিক হোক তারপর এ বিষয়ে বিস্তারিত বলা যাবে। তবে তার কথা থেকে পরিস্কার যে তিনি নতুন ছবি সই করে ফেলছেন।

রাম আরও বলেন, পুরো বিষয়টা লস অ্যাঞ্জেলেসের উপর ছেড়ে দিচ্ছি আমি। এখনও কথাবার্তা চলছে। তবে আমার মা বলে, নজর না যেন লাগে!

এস এস রাজামৌলি পরিচালিত সিনেমা ‘আরআরআর’ বক্স অফিসে একের পর এক নজির গড়েছে ছবিটি। সেই সঙ্গে অন্যান্য পুরস্কারের পাশাপাশি অর্জন করেছে অস্কারও।



রিলেটেড পোস্ট

মতামত দিন

error: Content is protected !!