হিরন্ময় মাদরা হাইস্কুলের সভাপতি নির্বাচিত

কর্তৃক Ahadur Rahman Jony
০ কমেন্ট 56 ভিউস

তালা প্রতিনিধি: বিনা প্রতিদন্ডিতায় তালার মাদরা অগ্রণী মাধ্যমিক বিদ্যালয় ম্যানিজিং কমিটির সভাপতি নির্বাচিত হলেন প্রভাষক হিরন্ময় মন্ডল। তালা মাধ্যমিক অফিসার আতিয়ার রহমানের সভাপতিত্বে রবিবার সকাল ১০.০০ ঘটিকায় বিনা প্রতিদন্ডিতায় ম্যানিজিং কমিটির সভাপতি হলেন, তালা মাদরা গ্রামের হরিপদ মন্ডলের পুত্র অধ্যাপক হিরন্ময় মন্ডল। গত ২৪ আগষ্ট সরাসরি অভিভাবকদের ভোটে ৫জন অভিভাবক সদস্য, শিক্ষকদের ভোটে ৩জন শিক্ষক প্রতিনিধি এবং বিনা প্রতিদন্ডিতার ১জন দাতা সদস্য মোট ৯জন সদস্য নির্বাচিত হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনোরঞ্জন সরকারের উপস্থিতিতে ২৫ আগষ্ট সকালে শিক্ষকরুমে সভাপতি পদে অন্য কোন প্রার্থী না থাকায় নির্বাচিত প্রতিনিধিদের মধ্য থেকে সভাপতি পদে হিরন্ময় মন্ডল এর নাম প্রস্তাব করা হয়। কন্ঠভোটে সকলে হিরন্ময় মন্ডলের পক্ষে সমর্থন দেন। ২৪ আগষ্ট অনুষ্ঠিত ভোট কেন্দ্রে প্রিসাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন তালা উপজেলা শিক্ষা অফিসার আতিয়ার রহমান।



রিলেটেড পোস্ট

মতামত দিন

error: Content is protected !!