১১ বছর পর চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালে এসি মিলান

কর্তৃক porosh
০ কমেন্ট 31 ভিউস

স্পোর্টস ডেস্ক:

প্রথম লেগে ঘরের মাঠে টটেনহ্যাম হটস্পারকে ১-০ গোলে হারিয়েছিল এসি মিলান। এবার ফিরতি লেগে বুধবার দিবাগত রাতে টটেনহ্যামের মাঠে গোলশূন্য ড্র করে পৌঁছে গেছে কোয়ার্টার ফাইনালে। তাও আবার ১১ বছর পর! সবশেষ ২০১১-১২ মৌসুমে তারা চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনাল খেলেছিল।

প্রথম লেগে পিছিয়ে থাকা টটেনহ্যাম ঘরের মাঠে ইতালির দলটির বিপক্ষে ঘুরে দাঁড়াবে এমনটাই প্রত্যাশা ছিল সবার। কিন্তু জালের নাগালই পায়নি। তারপরও চেষ্টার ত্রুটি রাখেনি তারা। কিন্তু ৭৭ মিনিটের মাথায় ক্রিস্টিয়ান রোমেরা দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়লে আরও পিছিয়ে পড়ে দলটি। শেষ পর্যন্ত আর পেরে ওঠেনি তারা। বিদায় নিতে হয় চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলো থেকেই। এর আগে এফএ কাপ থেকেও তারা বিদায় নেয়। এর মধ্য দিয়ে তাদের একটি শিরোপা জয়ের ১৫ বছরের আক্ষেপ আরও এক বছরে গড়ালো।

এদিকে ম্যাচ শেষে টটেনহ্যাম ছাড়ার ইঙ্গিত দিয়েছেন কোচ অ্যান্তোনিও কন্তে, ‘টটেনহ্যামের সঙ্গে আমার একটি চুক্তি আছে। সেটি জুনে শেষ হবে। তারপর আমরা সিদ্ধান্ত নিবো আসলে কি করা যাবে। আসলে প্রত্যাশা তো অবশ্যই ছিল। কিন্তু এখন হতাশা বাড়লো।’

তিনি টটেনহ্যামের ভক্ত-সমর্থকদের কাছে দুঃখও প্রকাশ করেন, ‘আমি আসলে ভক্ত-সমর্থকদের কাছে দুঃখিত। আমরা তাদের জন্য জয় উপহার দিতে পারিনি।’



রিলেটেড পোস্ট

মতামত দিন

error: Content is protected !!