৪৪ টাকা কেজি দরে চাল কিনবে সরকার

কর্তৃক Abdullah Al Mahfuj
০ কমেন্ট 55 ভিউস

জাতীয় ডেস্ক :

আসন্ন বোরো মৌসুমে ৪৪ টাকা কেজি দরে চাল কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

বৃহস্পতিবার (১৩ এপ্রিল) সচিবালয়ে খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়। সভায় সভাপতিত্ব করেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। সভা শেষে খাদ্যমন্ত্রী সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি জানান, আসন্ন বোরো মৌসুমে অভ্যন্তরীণ বাজার থেকে ১৬ লাখ ৫০ হাজার টন ধান ও চাল কিনবে সরকার। এরমধ্যে চার লাখ টন ধান, ১২ লাখ ৫০ হাজার টন সেদ্ধ চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

প্রতি কেজি বোরো ধানের সংগ্রহ মূল্য নির্ধারণ করা হয়েছে ৩০ টাকা, সেদ্ধ চাল ৪৪ টাকা।



রিলেটেড পোস্ট

মতামত দিন

error: Content is protected !!