‌‌হিন্দি ‘সফর’ ছবিতে অভিনয় করলেন বাংলা নায়িকা সিমলা

কর্তৃক Ahadur Rahman Jony
০ কমেন্ট 119 ভিউস

বিনোদন ডেস্ক: প্রতিভার গুনে চিত্র নায়িকা সিমলা অনেক দুর এগিয়েছেন। অভিনয় দক্ষতা তাকে অনেক সফলতা এনে দিয়েছেন। সব কিছু ঘিরেই তার আর পেছনে তাকাতে হয়নি। নতুন খবর জানালেন ঢাকাই সিনেমার এক সময়ের জনপ্রিয় হিট নায়িকা সিমলা। কলকাতার প্রযোজনা প্রতিষ্ঠান কিংস এন্টারপ্রাইজের ব্যানারে ‘সফর’ নামে একটি হিন্দি ছবিতে কাজ করেছেন তিনি। ছবিটি পরিচালনা করেছেন অর্পণ রায় চৌধুরী। তবে এ ছবিটি এখনো মুক্তি পায়নি। চলতি বছরের শুরু থেকেই তিনি ভারতে ছিলেন। গত আগস্টে সিমলা বাংলাদেশে এসেছেন।

সংবাদমাধ্যমকে সিমলা জানিয়েছেন, নতুন সিনেমায় কাজ শুরু করবেন শিগগিরই। বলিউডে গোবিন্দার একটি প্রোডাকশনের সিনেমায় কাজ করবেন তিনি। ঢাকা আসার আগে এ ছবির গান রেকর্ডিংও হয়েছে। তবে ছবির নাম এখনো চূড়ান্ত হয়নি। ডিসেম্বরের শেষে এ সিনেমার কাজ শুরু হওয়ার কথা রয়েছে। গত শুক্রবার বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে ভোট দেন সিমলা।

প্রসঙ্গত, ১৯৯৯ সালে প্রয়াত গুণী চলচ্চিত্র নির্মাতা শহীদুল ইসলাম খোকনের ‘ম্যাডাম ফুলি’ দিয়ে চলচ্চিত্র ক্যারিয়ার শুরু করেন সিমলা। প্রথম ছবিতেই অর্জন করেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। এরপর ‘গঙ্গাযাত্রা’, ‘রূপগাওয়াল’, ‘নেকাব্বরের মহাপ্রয়াণ’সহ বেশকিছু চলচ্চিত্রে কাজ করেন।

তার কথিত প্রেমিক পলাশ গত ২৪ ফেব্রুয়ারি চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে উড়োজাহাজ ছিনতাইয়ের চেষ্টা করলে আলোচনা-সমালোচনার কেন্দ্রবিন্দুতে চলে আসেন হন সিমলা।



রিলেটেড পোস্ট

মতামত দিন

error: Content is protected !!