জি এম আলমগীর : সাতক্ষীরা সদর উপজেলার কামালনগর গ্রামে ১৫ বছরের এক মানসিক প্রতিবন্ধি শিশুকে প্রায়ই সময় সকলের অগচরে ধর্ষন করে একই গ্রামের মৃত জমাত আলীর ছেলে মোঃ গফ্ফার(৪২)। থানায় দায়েরকৃত অভিযোগের ভিত্তিতে জানা যায়, মৃত জমাত আলীর ছেলে মোঃ গফ্ফার প্রায় সময় প্রতিবেশী এক ১৫ বছরের প্রতিবন্ধি শিশু মেয়ে কে ধর্ষন করতো এবং তাকে বিভিন্ন প্রকার ভয় ভীতি দেখিয়ে এই বিষয়ে কাউকে কিছু বলতে নিষেধ করতো। লম্পট গফ্ফার শুক্রবার (২৯ নভেম্বর) পূর্বের ন্যয় ফাঁকা বাড়ীতে গিয়ে তার প্রতিবন্ধি শিশু মেয়েকে ধর্ষন করার চেষ্টা করলে, এলাকাবাসি টের পেয়ে তাকে হাতে নাতে ধরে ফেলে। পরবর্তিতে এলাকার কিছু লোকের সাহায্যে গফ্ফার সকলের সামনে থেকে পালিয়ে যায়। এ ঘটনায় ভুক্তভোগী পরিবারের সদস্যরা এলাকার চেয়ারম্যান ও মেম্বরদের পরামর্শে সাতক্ষীরা সদর থানায় গিয়ে লম্পট গফ্ফারের বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করে।
কামালনগরে প্রতিবন্ধী ধর্ষনের শিকার


পূর্ববর্তী পোস্ট