নিজস্ব প্রতিবেদক: ‘স্কাউটিং করবো, স্মার্ট বাংলাদেশ গড়বো’ প্রতিপাদ্যে নানা আয়োজনের মধ্য দিয়ে সাতক্ষীরা কামালনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কাব স্কাউট দিবস ২০২৩ উদযাপিত হয়েছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহফুজা বুলবুলের নেতৃত্বে এ দিবসটি পালন করা হয়।
কামালনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসের সূচনা করা হয়। এসময় উপস্থিত ছিলেন আব্দুল মাজেদ (এলটি), উপজেলা স্কাউট লিডার মনোরঞ্জন মন্ডল, সহ উপজেলা কমিশনার মোঃ এস এম আজিজুল হক, জেলা কাব লিডার শেখ কামাল উদ্দীন। এর স্কুলে কাব স্কাউট সদস্যদের অংশগ্রহণে র্যালির আয়োজন করা হয়। পরে পরিষ্কার পরিচ্ছন্নতা, স্কাউট ওন ও আলোচনা সভার মাধ্যমে কাব স্কাউট দিবসের সমাপ্তি ঘোষণা করা হয়।
কামালনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কাব স্কাউট দিবস পালন

