শ্যামনগর(সাতক্ষীরা) প্রতিনিধি: শ্যামনগর উপজেলার কাশিমাড়ী ইউনিয়নের ২নং সংরক্ষিত ওয়ার্ডের উপ নির্বাচনে মিসেস পাপিয়া হক নির্বাচিত হয়েছেন। ২৫ জুলাই উপনির্বাচনে ৪জন প্রার্থীর মধ্যে কাশিমাড়ীর সাবেক ইউপি চেয়ারম্যান টিএম নুরুল হকের স্ত্রী পাপিয়া হক (প্রতিক তালগাছ) ২ হাজার৫০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছে। তার নিকটতম প্রতিদ্বন্দী মোছা. জয়নাব বিবি (প্রতিক হেলিকপ্টার) ১ হাজার ২৭ ভোট, তারিন বকুল তানিয়া (প্রতিক বই) ৩১০ভোট ,খাদিজা খাতুন (প্রতিক সূর্যমুখী ফুল) ২৭০ ভোট পেয়েছেন।এ উপনির্বাচনে মোট ভোট কেন্দ্রের সংখ্যা ৩টি, ভোট কক্ষের সংখ্যা ২৩টি, মোট ভোটার ৮ হাজার ৫শ’ ৬১জন। এর মধ্যে পুরুষ ভোটার ৪ হাজার ২শ’ ৭৪ জন ও নারী ভোটার ৪ হাজার ২শ’ ৮৭জন। পাপিয়া হক কাশিমাড়ী ইউপির সংরক্ষিত মহিলা সদস্য পদে থাকাকালীন স্ব-পদে পদত্যাগ করে চলতি বছরে শ্যামনগর উপজেলা পরিষদ নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান পদে অংশ নেন। এ নির্বাচনে তিনি পরাজিত হন। যার ফলে এই সংরক্ষিত আসনটি শূন্য ঘোষণা করে নির্বাচন কমিশন।
শ্যামনগরের কাশিমাড়ী ইউপি’র উপ-নির্বাচনে পাপিয়া মহিলা মেম্বর নির্বাচিত

