সিরাজুল ইসলাম, শ্যামনগর ব্যুরো: শ্যামনগরে হরিনগর পাউবো’র জ্বরাজীর্ণ স্লুইচ গেট এখন মরণ ফাঁদে পরিণত হয়েছে। যে কোন সময় যানবাহনসহ জানমালের মারাত্মক দূর্ঘটনা ঘটতে পারে। হরিনগর বাজারে সন্নিকটে বৃটিশ আমলের নির্মিত স্লুইচগেটের দক্ষিণপাশে কার্পেটিং রাস্তা দীর্ঘদিন অল্প অল্পকরে ফাটতে থাকলেও ৮ ডিসেম্বর রবিবার সন্ধ্যায় স্লুইচ গেটটির উপর দিয়ে বয়ে যাওয়া সুশীলন ও জিআইজেড-এর পানি সরবারাহের পাইপ ফেটে ফাটলটি ভায়াবহ রুপ নিয়েছে। সম্পূর্ণ বন্ধহয়ে গেছে যানবাহন চলাচল। সরেজমিনে যেয়ে দেখা যায় ও প্রতক্ষ্যদর্শীরা জানায়, যে কোন সময় এই ভয়াবহ ভাটল স্থলে মারাত্ম দূর্ঘটনা ঘটতে পারে। তাতে ক্ষতি হতে পারে যানবাহনসহ যানমালের। এব্যপারে পাইবো’র শ্যামনগর উপজেলা প্রকৌশলী রাশেদুল ইসলামের সাথে যোগাযোগ করা হলে তিনি এই প্রতিবেদককে জানান, আজকের মধ্যেই জিআই বস্তায় বালি ভরে তাৎক্ষণিক মেরামত করা হবে। পরবর্তীতে দীর্ঘমেয়াদী মেরামতের পরিকল্পনা নেওয়া হবে।
শ্যামনগর হরিনগর স্লুইচ গেট এখন মরণ ফাঁদ

